
রাজধানীতে ৪৬ কিলোমিটার বেগে বাতাস, বৃষ্টি
নিজস্ব প্রতিবেদকধুলিকণায় সবুজ পাতাগুলো ধুসর হয়েছিল। প্রাণ হারিয়েছিল সবুজ পাতা। হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি।
যেন ধুয়ে দিল সব ধুসরতা। এখন সবুজ পাতাগুলো বেশ সতেজ। মনে হয় আবার প্রাণ ফিরে পেয়েছে।
মঙ্গলবার সকালটা মৌসুমের প্রথম বৃষ্টি রাজধানীবাসীর জন্য কিছুটা অন্য রকমই ছিল। আকাশ মেঘলা ছিল গতরাত থেকে। প্রত্যাশিত বৃষ্টি কারো সুখময় সকাল তৈরি করেছে আবারো কারো জন্য বিড়ম্বনা।
আবহাওয়াবিদ আরিফুর রহমান জানান, সকাল ৬টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তা মাপা হয়নি। সকালে ঘণ্টায় ৪৬ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছিল।
আবহাওয়া অফিসে মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
ঢাকা/নূর/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/32OeGIK
0 comments:
Post a Comment