
কুষ্টিয়ায় ৫ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ায় মানবপাচার মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সব আসামিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বটতৈল গ্রামের আকমল হোসেনের ছেলে সালাম ওরফে ডাগু ও তার ভাই কানু শেখ, একই এলাকার মৃত. সাজাহান ফকিরের ছেলে কুরবার আলী ফকির ও কুরবান আলীর স্ত্রী মিনুরা খাতুন ও তাদের ছেলে মিজান।
রায় ঘোষণার সময় আদালতে চার আসামি উপস্থিত ছিলেন। এ মামলায় পলাতক রয়েছেন আসামি মিজান।
কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাপ্পী জানান, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে আসামিরা যোগসাজসে পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের শফি শেখের ছেলে আজিজুল হককে মালয়েশিয়া পাঠানো কথা বলে বাড়ি থেকে নিয়ে এসে তাকে ভারত হয়ে নেপালে পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন আটক থাকা অবস্থায় আজিজুলকে দিয়ে বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করে পাচারকারীরা। দাবিকৃত টাকা পরিশোধ করলেও পরে আজিজুলের আর কোনো সন্ধান পায়নি স্বজনরা।
এ ঘটনায় ১০ অক্টোবর আজিজুলের বাবা আদালতে মামলা করেন। এ মামলায় শুনানি শেষে আদালত পাঁজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
কুষ্টিয়া/কাঞ্চন কুমার/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2OInl8J
0 comments:
Post a Comment