
হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনসাধারণ
মাদারীপুর সংবাদদাতামাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে, রাস্তায়, মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে হাতি দিয়ে অভিনব কায়দায় চলছে চাঁদাবাজি। কিছুতেই কমছে না হাতি দিয়ে চাঁদাবাজির এই দৌরাত্ম্য।
প্রায়ই উপজেলার কোনো না কোনো এলাকায় চোখে পড়ছে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য। নতুন এই চাঁদাবাজি কারণে অতিষ্ঠ হয়ে ক্ষোভ প্রকাশ করেছে উপজেলার সচেতন বাসিন্দারা।
এদিকে, হাতি দিয়ে চাঁদাবাজি থেকে নিস্তার নেই পথযাত্রীদের। আবার হাতির কারণে সৃষ্টি হচ্ছে যানজট। পথচারীদের কেউ কেউ হাতির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছেন। হাতির কারণে সৃষ্ট কৃত্রিম যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী।
সোমবার সকালে সরেজমিনে উপজেলা সদর, নতুন ও পুরান বাজার এলাকায় গিয়ে চোখে পড়ে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য। রাস্তার দুই পাশে থাকা দোকান ও বাজারের প্রতিটি দোকান থেকে চাঁদা তুলছে। এমনকি রাস্তায় হাতি দিয়ে গাড়ি আটকে ও প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করে। চাঁদাবাজির এই দৌরাত্ম্য থেকে বাদ পড়ছে না ফুটপাতের সামান্য আয়ের ব্যবসায়ীরাও। এতে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
ইজিবাইক চালক জাফর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় মাঝে মধ্যেই হাতির চাঁদাবাজির কবলে পড়তে হয়। টাকা না দিতে চাইলে কিংবা যে পরিমাণ টাকা চায় সে পরিমাণ টাকা না দিলে হাতি গাড়ির সামনে থেকে যেতে চায়না। এমনকি শুঁড় দিয়ে আঘাত করে গাড়িতে। শুঁড় উচিয়ে ভয়ভীতি দেখায়।
বাজারের প্রতিটি দোকানে-দোকানে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে আসাদুজ্জামান নামের একজন পথচারী বলেন, প্রায়ই বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখছি। এটা তো এক ধরণের চাঁদাবাজি। এটা দেখার কেউ নেই। রাস্তা বন্ধ করে এক ধরনের নৈরাজ্য চালাচ্ছে। কেউ তাদের কিছু বলতে পারছে না। এটা কি মগের মুল্লুক নাকি?
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. হারুন অর রশিদ বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি খুব দুঃখজনক ও আইন বহির্ভূত কাজ।
মাদারীপুর/বেলাল রিজভী/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/35rMxHs
0 comments:
Post a Comment