
শ্যালকের পিটুনিতে ভগ্নিপতি নিহত
সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরার আশাশুনি উপজেলায় শ্যালকের পিটুনিতে ভগ্নিপতি পঞ্চরাম সরকার (৪২) নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার মিত্র তেঁতুলিয়া গ্রামে তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
পঞ্চরাম সরকার ঝিকরা গ্রামের মৃত কানাই লাল সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার মিত্র তেঁতুলিয়া গ্রামের গৌরপদ সানার ছেলে ধীরশান্ত সানা ভগ্নিপতি পঞ্চরাম সরকারের কাছে সাড়ে তিন হাজার টাকা পেতেন। এনিয়ে অনেকবার বসাবসি হলেও ভগ্নিপতি টাকা শোধ করেননি।
শনিবার সন্ধ্যায় টাকা লেনদের নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধীরশান্ত সানা তার ভগ্নিপতি পঞ্চরাম সরকারকে মারধর করতে থাকে। পঞ্চরাম শ্যালকের লাথির আঘাতে মারা যান।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন,নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা/শাহীন/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2C8m7hi
0 comments:
Post a Comment