
বিস্ফোরণে ২ সন্তানসহ মা দগ্ধ
মেডিক্যাল প্রতিবেদকমানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে দুই সন্তানসহ মা দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন-মা আসমা বেগম (৪৫), ছেলে আরিফ হোসেন (১৭) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)।
জানা গেছে, সন্ধ্যায় আসমা বেগম ব্লেন্ডারে চাল গুড়া করছিলেন। এসময় ব্লেন্ডার বিস্ফোরণের পর ঘরে আগুন লেগে যায়। এতে তিনজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতলে নেয়া হয়।
ঢামেক হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে আমেনা বেগমের শরীরের ৯০ শতাংশ, আরিফের ৬০ শতাংশ ও সুমাইয়া আক্তারের ৮০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।
আমেনা বেগমের স্বামীর নাম ইব্রাহিম। তিনি মানিকগঞ্জের একটি টেক্সটাইল মিলে ইলেকট্রনিকের কাজ করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/বুলবুল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/34jYFcS
0 comments:
Post a Comment