
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের
মেহেরপুর সদর উপজেলায় মালামালবাহী গাড়ি উল্টিয়ে জামাল হোসেন (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বাড়াদিতে এ দুর্ঘটনা ঘটে।
জামাল উদ্দিন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের জমির উদ্দিনের ছেলে। পেশায় তিনি কৃষি শ্রমিক ছিলেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ নায়েক ইকরামুল হক রাইজিংবিডিকে জানান, ভোরে কিছু কৃষি শ্রমিক মালামালবাহী গাড়ি নিয়ে চাঁদপুর গ্রামে যাচ্ছিলো। গাড়ি বাড়াদি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িসহ চালক রাস্তার উপরে উল্টে যায়। গাড়িতে থাকা জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। তাছাড়া কিছু শ্রমিক মারাত্মকভাবে আহত হয়।
তিনি আরো জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। জামাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মেহেরপুর/জাকির/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2XItUwd
0 comments:
Post a Comment