
রাঙামাটিতে যুবলীগ নেতার উপর হামলা
জেলা প্রতিনিধিচাঁদাবাজির অভিযোগে কদিন আগে সংগঠন থেকে বহিষ্কৃত এক যুবলীগ নেতার উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।
হামলায় আহত নাসির রাঙামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক। তার মাথা ও পা’সহ শরীরের বিভিন্নস্থানে কোপানের কারণে তার অবস্থা আশংকাজনক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে শহরের হ্যাপির মোড় থেকে নিউ কোর্ট বিল্ডিং এর দিকে যাওয়ার সময় ১০/১৫ জন এর একটি দল নাসিরের উপর হামলা চালায়। তার পায়ে এবং হাতে মারত্মক জখম হয়।'
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি জানিয়েছেন,নাসিরের পায়ে এবং মাথায়ও ধারালো কিছু দিয়ে কোপানোর চিহ্ন আছে। আমরা প্রাথমিকভাবে জেনেছি, আভ্যন্তরীন কোন্দলের কারণেই এমন ঘটনা ঘটেছে। এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনী পদক্ষেপ নেয়া হবে।’
রাঙামাটি সদর হাসপাতালের জররী বিভাগের চিকিৎসক দীপংকর তংচঙ্গ্যা জানিয়েছেন, 'নাসিরের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।’
রাঙামাটি/বিজয় ধর/নাসিম
from Risingbd Bangla News https://ift.tt/2tUWFLF
0 comments:
Post a Comment