
নব্য জেএমবির ২ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদকখুলনা নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে নগরীর গল্লামারী খোরশেদ নগর এলাকার এক চারতলা ভবন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন- নুর মোহাম্মদ অনিক (২৪) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)।
এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
তিনি জানান, আটকরা গল্লামারি খোরশেদ নগর এলাকার ‘হাসনাহেনা’ নামে এক চারতলা ভবনের নিচতলায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।
এ বিষয়ে যাচাই-বাছাই করে ব্রিফিং-এর মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
খুলনা/নূরুজ্জামান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/37qXxX0
0 comments:
Post a Comment