
চোখ উপড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা
নাটোর সংবাদদাতাচোখ উপড়ে কামরুল ইসলাম (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
রোববার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার হালসা গ্রামের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কামরুল এক দিন আগে নিখোঁজ হন।
কামরুলের বাড়ি হালসা গ্রামে। তার বাবার নাম আফাজ উদ্দিন। তিনি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির (আরএসটিইউ) ছাত্র ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কামরুল ইসলামকে কারা যেন ডেকে নেন। এরপর তিনি আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন খোঁজ করেও তার সন্ধান পাননি।
রোববার রাতে স্থানীয়রা বাঁশ বাগানের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, কামরুলের বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, চোখ উপড়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, ‘নিহতের মোবাইল ফোনের কললিস্ট চেক করা হচ্ছে। কারা, কী কারণে কামরুলকে হত্যা করেছে তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।’
নাটোর/আরিফুল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/36njFAZ
0 comments:
Post a Comment