
মহাতারকা সালোনি আপার ফলোয়ার ১০.৭ মিলিয়ন
মনিরুল হক ফিরোজভারতের সবচেয়ে জনপ্রিয় টিকটক তারকাদের একজন সালোনি সিং। শীর্ষ টিকটক তারকাদের মধ্যে অনেকেই সিনেমা বা টিভির মাধ্যমে আগে থেকেই পরিচিত মুখ হলেও ব্যতিক্রম সালোনি। ১৬ বছর বয়সি এই কিশোরীর অভিনয়ের ব্যাকগ্রাউন্ড নেই।
টিকটকে অভিনয় প্রতিভা দেখিয়ে তিনি রাতারাতি ইন্টারনেট-সেলিব্রিটি হয়ে উঠেছেন। টিকটকে এই কিশোরী ‘সালোনি আপা’ নামে পরিচিত। টিকটকে কৌতুক, লিপ-সিঙ্ক এবং নাচের দক্ষতার কারণে তিনি ব্যাপক জনপ্রিয়। গত বছরের অক্টোবরে সালোনি ১০.৭ মিলিয়ন ফলোয়ার এবং ৪০৩ মিলিয়ন লাইক নিয়ে টিকটকের ‘মুসা’ মুকুট অর্জন করেছেন।
টিকটকের পাশাপাশি ইনস্টাগ্রামেও জনপ্রিয় সালোনি। ইনস্টাগ্রাম থেকে কয়েকটি ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
সালোনির জন্ম এবং বেড়ে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে। পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি।
তার টিকটক অ্যাকাউন্টের ইউজার নাম ‘@salon.e’। ভক্তরা তাকে ‘সালোনি আপা’ নামে চেনে।
টিকটকের পাশাপাশি ইনস্টাগ্রামেও নিয়মিত সালোনি। ফটো শেয়ারিং সাইটটিতে তার ফলোয়ার সংখ্যা প্রায় ৫ লাখ। ইনস্টাগ্রামে সালোনি নিজের সৌন্দর্য, প্রফুল্ল ব্যক্তিত্ব এবং ফ্যাশন তুলে ধরে ছবি পোস্ট করেন।
ইনস্টাগ্রামে কিছু ছবিতে তাকে ট্রেন্ডি পোশাকেও দেখা যায়। সালোনির মেকআপ সিম্পল এবং অনেক বেশি ন্যাচারাল।
ইনস্টাগ্রামে তার পোস্টে লাইক সংখ্যা এবং ক্রমবর্ধমান ফলোয়ার সংখ্যার কারণে লিভন ব্র্যান্ডের তাদের পণ্যের প্রচারে সালোনির সঙ্গে চুক্তি করেছে।
সম্প্রতি ইউটিউবে ‘সালোনি আপা’ নামে একটি চ্যালেন খুলেছেন তিনি। চ্যানেলটিতে মাত্র ৫টি ভিডিও পোস্ট করেছেন। সাবস্ক্রাইবার ১৯ হাজারের কাছাকাছি।
ঢাকা/ফিরোজ
from Risingbd Bangla News https://ift.tt/38EndQ9
0 comments:
Post a Comment