
চীনে ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫
আন্তর্জাতিক ডেস্কচীনে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো আট শতাধিক। শুক্রবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮৩০ জন আক্রান্ত এবং ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই উহান প্রদেশে। গত বছর এখান থেকেই ভাইরাসটির উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।
চন্দ্রবর্ষ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি চীনা নাগরিক দেশে ফিরতে শুরু করেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা, এর ফলে এই ভাইরাসটি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়লেও বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারির মতো সময় এখনো আসেনি।
সংস্থাটির প্রধান টেডরস আধানম গিব্রিয়েসাস বলেছেন, ‘কোনো ভুল করা যাবে না, যদিও এটি চীনের জন্য জরুরি অবস্থা। এটি এখনো বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারির মতো হয় নি’।
ঢাকা/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/2ushC0x
0 comments:
Post a Comment