
ওয়ার্নারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের টার্গেট ৪১৬
ক্রীড়া ডেস্কসিরিজের প্রথম দুই টেস্টে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ডেভিড ওয়ার্নার অবশেষে বড় ইনিংসের দেখা পেলেন। শেষ টেস্টে করলেন দারুণ এক সেঞ্চুরি।
সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেন এবার করেছেন ফিফটি। তাতে নিউজিল্যান্ডকে ৪১৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।
বিনা উইকেটে ৪০ রান নিয়ে সোমবার চতুর্থ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শতরানের উদ্বোধনী জুটির পর ফিরে যান জো বার্নস। টড অ্যাস্টলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে বার্নস করেন ৪০ রান।
এরপর দ্বিতীয় উইকেটে লাবুশেনকে সঙ্গে নিয়ে আরেকটি শতরানের জুটি উপহার দেন ওয়ার্নার। এর মাঝেই বাঁহাতি ব্যাটসম্যান তুলে নেন ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি, ১৪৭ বলে।
ফিফটি করে লাবুশেনের বিদায়ে ভাঙে ১১০ রানের জুটি। ২ উইকেটে ২১৭ রানে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে এরপরই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানের লিড পাওয়ায় নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৬।
বড় লক্ষ্য তাড়ায় অবশ্য পাঁচ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইরা ম্যাচ পঞ্চম দিনে নিতে পারে কি না, সেটাই এখন দেখার।
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2sRhvef
0 comments:
Post a Comment