
জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানসিটি
ক্রীড়া ডেস্কগত বছর ঘরোয়া ট্রেবল সহ মোট চারটি শিরোপা জেতে ম্যানসিটি। এবার শুরুতেই প্রিমিয়ার লিগ শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছে দলটি।
তবে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সবগুলো শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে আমাদের। প্রতিটি ম্যাচ জয়ে শেষ করতে হবে।’
সে ধারাবাহিকতায় জয়ের ধারা বজায় রেখে চলেছে ম্যানচেস্টার সিটি। এফ এ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে পোর্ট ভ্যালেকে ৪-১ গোলে হারিয়েছে দলটি। এ জয়ে চতুর্থ রাউন্ডে উঠলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ইতিহাদ স্টেডিয়ামে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। পোর্ট ভ্যালের ৩ টা শটের বিপরীতে প্রতিপক্ষের জালে ২৩টি শট নেয় ম্যানসিটি। ম্যাচের ২০তম মিনিটে ইউক্রেনের মিডফিল্ডার অলেসান্দ্র জিনচেনকো এগিয়ে দেয় সিটিজেনদের। ১৫ মিনিট পর ম্যাচে সমতা ফেরান পোর্ট ভ্যালের টম পোপে। ম্যাচের ৪২তম মিনিটে সিটিজেনদের আবার এগিয়ে দেয় আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন টেলর হারউড-বেলিস। আর খেলার ৭৬তম মিনিটে ম্যানসিটির ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের ফিল ফোডেন। ম্যাচে একটি গোল ও এক অ্যাসিস্টের কল্যাণে ম্যাচসেরার পুরস্কার পান ফোডেন।
ম্যাচ শেষে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন প্রতিযোগিতা। আমাদের লক্ষ্য ফাইনালে পৌঁছানো। আমরা সে চেষ্টা করছি।’ আর পোর্ট ভ্যালের কোচ জন অ্যাস্কে বলেন, ‘খেলোয়াড়েরা ভালো খেলেছে। প্রথমার্ধে ১-১ স্কোর নিয়ে মাঠ ছাড়তে পারলে আমাদের জন্য সুবিধা হতো। তবে ছেলেরা যেভাবে খেলেছে। তাতে আমি খুশি।’
ঢাকা/কামরুল/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2FnMH7y
0 comments:
Post a Comment