
নদীর সৌন্দর্য বৃদ্ধিতে শুরু হচ্ছে পর্যটন কেন্দ্রের কাজ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাচাঁপাইনবাবগঞ্জে পর্যটন কেন্দ্রের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। নদীর সৌন্দর্য বৃদ্ধির জন্যই এ প্রকল্প হাতে নিয়েছেন সরকার।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের জায়গা পরিদর্শনে শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, এই পর্যটন কেন্দ্রটি নদীর পাড়ে স্থাপন করা হবে। কিন্তু নদীর কোন ক্ষতি হবে না। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে এবং এলাকার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া বাবুডাং এলাকায় আরো এক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ন সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল, জেলা প্রশাসক এজেডএম নূরুল হকসহ আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৪২ কোটি টাকা ব্যয়ে ৪৪ একর জায়গার ওপর এই পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।
চাঁপাইনবাবগঞ্জ/জাহিদ/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/39K8aG3
0 comments:
Post a Comment