
চট্টগ্রামে হচ্ছে ‘বেস্ট অব চিটাগাং অ্যাওয়ার্ড ২০২০’
নিজস্ব প্রতিবেদকবন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘বেস্ট অব চিটাগাং অ্যাওয়ার্ড ২০২০’ এক্সক্লুসিভ সেলিব্রেশন। হ্যালো চিটাগাং-এর উদ্যোগে ২ ফেব্রুয়ারী নগরীর চিটাগাং ক্লাবে এটি অনুষ্ঠিত হবে।
২০১৮-১৯ সালে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও ভার্চুয়াল ক্ষেত্রে যারা অনন্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফেসবুক ভোটিং ও জুরি বোর্ডের মাধ্যমে ২০টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানকে এর জন্য নির্বাচিত করা হবে।
অনুষ্ঠানের আয়োজক হ্যালো চিটাগাং-এর উদ্যোক্তা রিয়াদ খান জানান, ২০১৭ সালে প্রথমবারের মতো বেস্ট অব চিটাগাং অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। এবার ২০১৮-১৯ সালে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও ভার্চুয়াল জগতে যারা সাফল্য দেখিয়েছেন তাদের মধ্য থেকে ২০টি ক্যাটাগরিতে ২০জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্বাচিত করে সম্মাননা দেওয়া হবে। ফেসবুক ভোটের মাধ্যমে ৫০ শতাংশ এবং জুরি প্যানেলের ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে।
জুরি প্যানেলে থাকছেন ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, শিক্ষাবিদ সাফিয়া গাজি রহমান, বারকোড গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মনজুরুল হক এবং র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন।
এবারের আয়োজনে কো-অর্গানাইজার হিসেবে থাকবে ‘লিড বাংলাদেশ’. স্ট্র্যাটেজিক পার্টনার হুইজ কমিউনিকেশন এবং ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘জায়ান্ট কনসেপ্ট’।
চট্টগ্রাম/রেজাউল/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/2ttkZn6
0 comments:
Post a Comment