
সুদীপকে গাড়ি উপহার দিলেন সালমান
বিনোদন ডেস্কবলিউড সুপারস্টার সালমান খান। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা দাবাং-থ্রি।
এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন কন্নড় অভিনেতা কিচা সুদীপ। দাবাং-থ্রি সিনেমার বক্স অফিস সাফল্যের পর এই অভিনেতাকে বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সালমান। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন সুদীপ।
সালমান খানকে ধন্যবাদ জানিয়ে গাড়ির ছবি সহ তিনি লিখেছেন, আপনি যখন ভালো করবেন আপনার সঙ্গে ভালোই হবে। সালমান খান স্যার এই কথা আবারো বুঝিয়ে দিলেন। বিএমডাব্লিউ এম৫। চমৎকার উপহার। আমার ও পরিবারের প্রতি এই ভালোবাসার জন্য ধন্যবাদ স্যার। আপনার সঙ্গে কাজ করতে পেরেছি এবং আমার বাড়িতে এসেছেন এজন্য গর্বিত।
দাবাং-থ্রি পরিচালনা করেছেন প্রভুদেবা। গত ২০ ডিসেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি পায়। বক্স অফিসে সবমিলিয়ে ২০০ কোটি রুপির উপরে আয় করেছে এটি।
দাবাং ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো রাজ্জো চরিত্রে দেখা গেছে সোনাক্ষী সিনহাকে। সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রেখেছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ মাঞ্জরেকর। আরো অভিনয় করেছেন— আরবাজ খান, মাহি গিল, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।
ঢাকা/মারুফ
from Risingbd Bangla News https://ift.tt/2ulF6Ei
0 comments:
Post a Comment