
দগ্ধ সেই নারী মারা গেছেন
মেডিক্যাল প্রতিবেদকরাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনায় দগ্ধ পারভীন আক্তার (৩৫) মারা গেছেন।
শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার ভোর ৪টায় মিরপুর চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুনে পারভীন আক্তার দগ্ধ হন। ওইদিন সকাল সাড়ে ৭টায় লোকজন তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসে।
পারভীন আক্তারের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
ঢাকা/বুলবুল/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/38Eu6B2
0 comments:
Post a Comment