
কবরস্থানেও ঠাঁই নেই!
নিজস্ব প্রতিবেদকখুলনার টুটপাড়া কবরস্থানে দাফনের জায়গা সঙ্কট দেখা দিয়েছে।
প্রায় ২.২৭ একর জমির ওপর কবরস্থানটিতে এখন পুরাতন কবরের ওপর কোনো রকমে মাটি ভরাট করে নতুন কবর দেওয়া হচ্ছে।
এরই মধ্যে কবরস্থানের ভেতরের সড়ক থেকে দু’পাশের কবরগুলো অস্বাভাবিক উঁচু হয়ে গেছে। ফলে নতুন করে দাফনের সুযোগ সঙ্কুচিত হয়ে আসছে।
এদিকে সঙ্কট মোকাবেলায় পার্শ্ববর্তী আনসার ও ভিডিপি দপ্তরের জমিতে কবরস্থানটি সম্প্রসারণের উদ্যোগ নেয় কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটি। কিন্তু এ বিষয়ে চিঠি চালাচালিতে কেটে গেছে কয়েক বছর।
সূত্র মতে, খুলনা নগরীতে ১৫ লক্ষাধিক মানুষের বসবাস। পদ্মা সেতুকে কেন্দ্র করে শহরের আশপাশের এলাকা দ্রুত শিল্পায়ন হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ থেকে বিপুল সংখ্যক জনগণ খুলনায় আশ্রয় গ্রহণ করছে।
বৃহৎ মুসলিম সম্প্রদায়ের মরদেহ দাফনের জন্য খুলনা শহরে জান্নাতুল বাকী কবরখানা, টুটপাড়া কবরখানা, বসুপাড়া কবরখানা, নিরালা কবরস্থান, গোয়ালখালী কবরখানা, দেয়ানা কবরখানা, মহেশ্বরপাশা কবরখানা নামে সাত কবরখানা রয়েছে। কিন্তু টুটপাড়া কবরখানাটি প্রাচীন এবং শহরের প্রাণ কেন্দ্রে হওয়ায় এখানে লাশ দাফনের সংখ্যাও বেশি হয়ে থাকে। তবে, জায়গা সঙ্কুলান না হওয়ায় নতুন কবর দিতে গেলে পড়তে হয় বিপাকে।
নগরীর হাজী মহসিন রোড এলাকার মো. আজিজ জানান, টুটপাড়া কবরখানায় নতুন কবর দেওয়ার জায়গা নেই। নতুন কবর দিতে গেলে খুব বিপাকে পড়তে হচ্ছে। শহরের প্রাণ কেন্দ্রে এই কবরখানা হওয়ায় এখানে দাফনও হয় বেশি। ফলে এ কবরখানাটি আরও বড় করা প্রয়োজন। আশা করছি, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।
মিয়াপাড়া এলাকার মো. আশাফুল আলম জানান, কেসিসি’র অনুমতি ছাড়াই অনেকেই কবর পাকা করে থাকে। এটি ঠিক নয়। ফলে এই কবরখানায় নতুন কবর দেওয়া খুব কঠিন হয়ে পড়ছে। খুলনার মানুষের অনেক দিনের চাওয়া, টুটপাড়া খবরখানাটির জায়গা আরও বৃদ্ধি পাক।
এদিকে, সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে টুটপাড়া কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির পক্ষ থেকে থেকে কবরস্থানটি সম্প্রাসরণের জন্য তৎকালীন (বর্তমান) মেয়রের কাছ থেকে ডিও লেটার প্রেরণ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুটপাড়া কবরখানা সম্প্রসারণের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি খুলনা সদর দপ্তরের জায়গাটিতে কবরখানা সম্প্রসারণ করা হতে পারে।
টুটপাড়া কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম জানান, আমরাও অনেক বিপাকে থাকি, নতুন কবর দেওয়া নিয়ে। জায়গা বৃদ্ধি পেলে শহরের মানুষের অনেকাংশে উপকার হবে। আমরা চেষ্টা করছি।
খুলনা/নূরুজ্জামান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2SRxtQ8
0 comments:
Post a Comment