
সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীর অবস্থান
নিজস্ব প্রতিবেদকভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দ্বারা বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাসির আবদুল্লাহ নামে এক শিক্ষার্থী।
শনিবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী এ কর্মসূচিতে বসেন তিনি।
তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ’র শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
রোববার সকালে গিয়ে দেখা যায়, তিনি অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
নাসির বলেন, সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে বিএসএফ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে নির্বিকার রয়েছে। যা খুবই দুঃখজনক।
তিনি বলেন, এক-দুই দিনের জন্য অবস্থান কর্মসূচিতে বসিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে সরব না।
ঢাকা/ইয়ামিন/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2uzY3mM
0 comments:
Post a Comment