
বলিউডে নিজেকে যাচাই করতে চান এশা
বিনোদন ডেস্কভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এশা রেবা। রূপ আর অভিনয় গুণে অভিষেক চলচ্চিত্রেই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ান এশা।
সাত বছরের অভিনয় ক্যারিয়ারে তামিল ও তেলেগু ভাষার মোট ১২টি সিনেমায় অভিনয় করেছেন এশা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাগালা২৪ গানটালো’। তেলেগু ভাষার এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বিষয়টি নিয়ে কিছুটা হতাশ এই নায়িকা। এজন্য বলিউডে নিজেকে যাচাই করতে চান এশা।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বলিউডের একটি সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন এশা রেবা। নাম ঠিক না হওয়া এ সিনেমায় সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুরের বিপরীতে অভিনয় করবেন তিনি। এতে রাজস্থানি মেয়ের চরিত্রে অভিনয় করবেন এশা। সিনেমাটি পরিচালনা করবেন রাজ সিং।
অন্যদিকে ‘এসআরকে’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এশা। এছাড়া তামিল ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। বর্তমানে এ দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2sQT14U
0 comments:
Post a Comment