
ওয়ালটনের বিপক্ষে ফিরছেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদকইনজুরিতে পড়া মুশফিকুর রহিম মাঠে ফিরতে পুরোপুরি প্রস্তুত।
বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডেই দেখা যাবে জাতীয় দলের এ ব্যাটসম্যানকে। বিসিবি নর্থ জোনের হয়ে খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে। শুক্রবার দুই দলের চারদিনের ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
চোটের কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিক। শুধু মুশফিকই নন ইমরুল কায়েসও বিসিএলের প্রথম রাউন্ড মিস করেন। শুধু বিসিএলই নয়, ইমরুল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করেন। দ্বিতীয় রাউন্ডে দুজনই ফিরছেন একসঙ্গে।
বিপিএলের শেষ দিকে মুশফিকের ডানপায়ের পেশিতে টান পড়ে। সেই থেকে মাঠে ফেরা হয়নি তার। মঙ্গলবার ফিটনেস টেস্ট দেওয়ার আগে দুদিন নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। ফিটনেস টেস্টে মুশফিক উতরে গেছেন ভালোভাবেই। ইমরুলের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। ইসলামী ব্যাংক ইষ্ট জোনের এ ব্যাটসম্যান কাটিয়ে উঠেছেন নিজের চোট।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মুশফিকের ইনজুরিটা ছিল গ্রেড-ওয়ান। তাই আমরা ধারণা করেছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দিকে সুস্থ হয়ে উঠবে। আর ইমরুলের আরও সপ্তাহখানেক বেশি লাগার কথা ভেবেছিলাম। আমাদের জন্য সুখবর, দুজন ফিটনেস টেস্টে পাস করে খেলার মতো ফিট। তাদের মাঠে নামতে সমস্যা নেই।’
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2Otx181
0 comments:
Post a Comment