
শুরুতেই ফিরলেন শহীদুল
ক্রীড়া ডেস্কফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ দিনের খেলা সকাল সাড়ে নয়টা থেকে দুটিতে ভেন্যুতে শুরু হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম ইনিংসে ওয়ালটনের করা ২১৩ রানের জবাবে তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরিতে ভর করে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে ইস্ট জোন। ৩৪২ রানে পিছিয়ে থেকে ওয়ালটন তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে তৃতীয় দিন শেষ করে। সেখান থেকে আজ সোমবার চতুর্থ দিনে ব্যাট করছে ওয়ালটন।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়ালটন সেন্ট্রাল জোন:
প্রথম ইনিংস-২১৩/১০
দ্বিতীয় ইনিংস- ১৩৫/৪ (৪৭.৫ ওভারে)।
ইসলামী ব্যাংক ইস্ট জোন :
প্রথম ইনিংস : ৫৫৫/২ ডিক্লে. (তামিম ৩৩৪*)।
শুরুতেই ফিরলেন শহীদুল : রোববার শেষ বিকেলে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামেন ওয়ালটন সেন্ট্রাল জোনের পেসার শহীদুল ইসলাম। তিনি ৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ চতুর্থ দিনে নিজের নামের পাশে আরো ৭ রান যোগ করে (১৭) রুবেল হোসেনের বলে আউট হন। ইনিংস ব্যবধানে হার এড়াতে ওয়ালটনের এখনো প্রয়োজন ২০৫ রান।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/37UYiHZ
0 comments:
Post a Comment