
ইউপি সদস্যের ২ চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
বাগেরহাট সংবাদদাতাবাগেরহাটের মোরেলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক ইউপি সদস্যের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রানার স্বজনেরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে রানা ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা। কী কারণে, কারা তার ওপর হামলা করেছে তা এখনো জানা যায়নি।
রানার স্ত্রী মুকুল বেগম বলেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলেছে।
এ সম্পর্কে থানার এসআই দিপঙ্কর মণ্ডল জানান, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
টুটুল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2veEHUX
0 comments:
Post a Comment