
লন্ডনে মুয়াজ্জিনের ওপর ছুরি হামলা
আন্তর্জাতিক ডেস্কলন্ডনের একটি মসজিদে ৭০ বছর বয়সী মুয়াজ্জিনের ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রিজেন্টস পার্কের কাছের মসজিদটিতে এই ঘটনা ঘটে।
সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ২৯।
এক বিবৃতিতে লন্ডন সেন্ট্রাল মস্ক ট্রাস্ট বলেছে, ‘মুসল্লিরা হামলাকারীকে আটক করে রেখেছিল। পুলিশ আসার পর তাদের কাছে তুলে দেওয়া হয় হামলাকারীকে।’
এতে আরো বলা হয়,‘মুয়াজ্জিনের পাওয়া আঘাত প্রাণসংশয়ী নয়। তবে আঘাতটি গুরুতর এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গোয়েন্দাদের সন্দেহ এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় প্রায় ১০০ প্রার্থনাকারী মসজিদের ভেতরে ছিল। হামলার পরপর অন্তত ২০ জন হামলাকারীর ওপর ঝাপিয়ে পড়ে।
তিনি জানান, হামলার ছয় মাস আগে থেকে ওই ব্যক্তি মসজিদে আসত। পেছন থেকে সে মুয়াজ্জিনের কাঁধের ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে।
ঢাকা/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/39VYJT7
0 comments:
Post a Comment