
আবারো নানির সঙ্গী সাই পল্লবী
বিনোদন ডেস্কদক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সাই পল্লবী ও নানি। ২০১৭ সালে ‘এমসিএ’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন তারা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল। এরপর দুই বছর কেটে গেলেও আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এদিকে গুঞ্জন উঠেছে, আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা।
ভারতীয় এক সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, আবারো জুটি বাঁধতে যাচ্ছেন নানি ও সাই পল্লবী। এ সিনেমা নানির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। এটি পরিচালনা করবেন ‘ট্যাক্সি ওয়ালা’ সিনেমা খ্যাত পরিচালক রাহুল। এখন সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য সাই পল্লবীকে গল্প শুনিয়েছেন। যদিও এখনো সম্মতি দেননি এই অভিনেত্রী।
২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। অন্যদিকে ‘ভি’ ও ‘টাক জগদিশ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নানি।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2H0vyBI
0 comments:
Post a Comment