
সিলেটে আগে ব্যাট করছে ওয়ালটন
ক্রীড়া প্রতিবেদকজয়ের প্রত্যাশায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে মাঠে নেমেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটনের প্রতিপক্ষ বিসিবি নর্থ জোন। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়।
টস জিতে বিসিবি নর্থের অধিনায়ক নাঈম ইসলাম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ ম্যাচে ওয়ালটনকে নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। প্রথম রাউন্ডে ওয়ালটনের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলে ডাক পেয়ে শান্ত গিয়েছেন পাকিস্তানে।
ওয়ালটনের বিপক্ষে মাঠে ফিরেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের এ ক্রিকেটার চোটের কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি। বিপিএলের শেষ দিকে মুশফিকের ডানপায়ের পেশিতে টান পড়ে।
ওয়ালটন সেন্ট্রাল জোন: আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শাহনাজ আহমেদ, রকিবুল হাসান, তাইবুর রহমান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহীদুল ইসলাম,আরাফাত সানী, মুস্তাফিজুর রহমান, জাকের আলী, মোহাম্মদ নাঈম শেখ, ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ ও নাজমুল ইসলাম অপু।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2veUId7
0 comments:
Post a Comment