
৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শিকলবাহা থেকে মোটরসাইকেলযোগে পাচারের সময় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার সন্ধ্যার দিকে র্যাব-৭ এর এক আভিযানিক দল এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ রমিন (২৩) এবং খোরশেদ আলম (১৯)।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেলযোগে ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। এই সময় শিকলবাহা চৌমুহনী থেকে এক মোটরসাইকেলসহ ২ ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলও। এই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2GOVYq4
0 comments:
Post a Comment