
সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না রাবি
রাবি সংবাদদাতাসমন্বিত ভর্তি পরীক্ষায় না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষার মান নিশ্চিতকরণসহ নানা কারণে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
তিনি বলেন, ‘কেন্দ্রীয়ভাবে সমন্বিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল তা নাকচ করে দিয়েছে। সেন্ট্রালে মিটিং করে যে আলোচনা হয়েছিল কাউন্সিলের মিটিংয়ের শুরুতে আমি তা ব্যাখ্যা করেছি। সমস্ত কিছু আলোচনা করে তাদের মতামত নিয়েছি। সকলেই প্রায় বিভিন্ন যুক্তি দিয়ে শিক্ষার মান নিশ্চিত করতে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন।’
অতিরিক্ত আয়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে উপাচার্য বলেন, ‘বছরে একটি ভর্তি পরীক্ষায় আর কত টাকা আয় হয়। আমরা এই কথাটি মানতে রাজি না। বিষয়টি হচ্ছে পরীক্ষার কোয়ালিটি।’
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি এক বৈঠকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তে রাজি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজি হয়নি। এদিকে এখনো সিদ্ধান্ত জানায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
রাবি/শাহিনুর/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2Tarepq
0 comments:
Post a Comment