
এনটিআরের বিপরীতে পূজা-সামান্থা!
বিনোদন ডেস্কতেলেগু সিনেমার পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। ‘এনটিআর ৩০’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এতে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর।
শুরুতে জানা যায়, এ সিনেমায় এনটিআরের বিপরীতে রোমান্স করবেন রাশমিকা মান্দানা। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে—রাশমিকা নন, এতে রোমান্স করবেন পূজা হেগড়ে। তাকে প্রধান নারী চরিত্রে দেখা যাবে।
এদিকে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে, সিনেমাটিতে যুক্ত হচ্ছেন আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। দ্বিতীয় প্রধান নারী চরিত্রে এনটিআরের বিপরীতে দেখা যাবে তাকে। সব কিছু ঠিক থাকলে এটি এনটিআরের সঙ্গে সামান্থার পঞ্চম সিনেমা হবে।
সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। এতে তার বিপরীতে অভিনয় করেন স্বরানন্দ। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে তামিল ভাষার একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। এটি পরিচালনা করছেন ভিংনেশ শিবান।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2VimG30
0 comments:
Post a Comment