
গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
সাভার প্রতিনিধিসাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভনে গার্মেন্টস শ্রমিক এক নারীর (৩৫) দায়ের করা ধর্ষণ মামলায় ওই নারীর প্রেমিক সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট স্টারলিং গার্মেন্ট সংলগ্ন এলাকা থেকে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম বগুড়া জেলার ধুনট থানার রামধুরা গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি সাভারে থেকে রাজমিস্ত্রির কাজ করতো।
ওই নারীর অভিযোগ, প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘ দিন ধরে তাকে ধর্ষণ করে আসছিলো তার প্রেমিক সিরাজুল। কিন্তু তিনি পাঁচ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে প্রেমিক বিয়ে করতে অসম্মতি জানায়। পরে তিনি থানায় মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, গত বছরের ডিসেম্বর মাসে আশুলিয়ার পলাশবাড়ির পাঁচ মাসের অন্তঃস্বত্তা এক নারী থানায় তার প্রেমিক সিরাজুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এসআই কামরুজ্জামান আরো জানান, মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন ওই নারীর প্রেমিক সিরাজুল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাব্বির/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2Snpzwg
0 comments:
Post a Comment