
মধুর সমাপ্তি হবে তো মাশরাফি অধ্যায়ের?
ক্রীড়া ডেস্কজিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই গত মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
যার ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি স্বাভাবিকভাবে হতে বসেছিল নিয়মরক্ষার ম্যাচ। গুরুত্বও হারাতে বসেছিল। কিন্তু বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজা এমন এক ঘোষণা দিলেন, যা অন্য মাত্রা যোগ করলো এ ম্যাচে। শুক্রবার যে শেষবার নেতৃত্বে দেখা যাবে দেশের সফলতম অধিনায়ককে।
মাশরাফির অধিনায়কত্ব অধ্যায়ের সমাপ্তি হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজের শেষ ম্যাচ দিয়ে। বেলা ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। না বললেও চলে, টাইগার সমর্থকদের কাছে গুরুত্বহীন ম্যাচটাই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অধিনায়ক মাশরাফির বিদায়টা রাঙাতেই নিশ্চয় সেরা দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
দেশের প্রথম অধিনায়ক হিসেবে ‘পঞ্চাশতম’ ওয়ানডে জয়ের হাতছানি। যদিও এসব মাইফলক নিয়ে খুব একটা ভাবেন না মাশরাফি। বাংলাদেশের জয়টাই যে আসল তার কাছে, ‘মাইফলক আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারও মাইফলকের চেয়ে বাংলাদেশের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের সফল অধিনায়ক হিসেবে মাশরাফির নাম সামনের দিকেই আছে। তার অধিনায়কত্বে ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা। দুই বছর পর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। হতশ্রী পারফরম্যান্সের অতৃপ্তি নিয়ে গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হয় বাংলাদেশের।
তবে অধিনায়ক মাশরাফি, ৮৭ ম্যাচে ৪৯ ওয়ানডে জিতে দেশের ক্রিকেটে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। এবার আর একটি জয় তাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
কিন্তু সেটা যে খুব সহজে হবে তা নয়। বাংলাদেশের এই আবেগের ম্যাচে যে কোনও কিছু ঘটিয়ে দিতে পারে জিম্বাবুয়ে। আগের ম্যাচে ৩২২ রান করেও যে স্বাগতিকরা খুব একটা স্বস্তিতে ছিল না। শেষ দিকে ডোনাল্ড টিরিপানোর বিস্ফোরক ব্যাটিংয়ে জয় প্রায় হাতছাড়া হতে বসেছিল। তবে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়ে শেষ হাসিটা হেসেছে বাংলাদেশই।
অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন হবে এটা বেশ পরিষ্কার। পাকিস্তান সফরের ওয়ানডে দলকে পরখ করে নিতে চাইছে নির্বাচকরা। তৃতীয় ম্যাচের দলে তাই যোগ করা হয়েছে সৌম্য সরকারকে। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। তাতে মোহাম্মদ নাঈম কিংবা আফিফ হোসেন তার জায়গা নিতে পারেন। মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনেরও ফেরা হতে পারে। পাকিস্তান সফরের আগে ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ এ ম্যাচে বোলারদেরও যাচাই করতে চায়। স্পিন আক্রমণে যথারীতি থাকবেন তাইজুল ইসলাম।
বোলারদের পরীক্ষা-নিরীক্ষার দিনে মাশরাফিও জ্বলে উঠতে চাইবেন। অধিনায়কত্বের শেষ ম্যাচে চেষ্টা থাকবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার।
দেশের সেরা অধিনায়ককে বিদায়ের মঞ্চ তৈরি, সেটা এবার নানা রঙে সাজানোর পালা। প্রশ্ন একটাই- মাশরাফি অধ্যায়ের শেষটা মধুর হবে তো? উত্তর মিলবে আজ, খেলা শেষে।
ঢাকা/ফাহিম/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2Tpc010
0 comments:
Post a Comment