
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত বেড়ে ৩০০০
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগ অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশে ছড়িয়ে পড়েছে।
সোমবার পর্যন্ত এ রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে তিন হাজার মানুষের।
আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৭ হাজার। মৃত ও আক্রান্তের অধিকাংশই চীনা নাগরিক। নতুন করে দেশটিতে আরো ৫৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই উহান শহরের বাসিন্দা।
অন্যদিকে এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সংক্রমণ এড়াতে বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে ফ্রান্স। এছাড়া ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশির কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলে নমুনা পরীক্ষার পর জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে ১০টিরও বেশি দেশের লাখ লাখ শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে আছে। চীন জুড়ে স্কুল বন্ধ রাখায় দেশটির প্রায় দুই কোটি শিশু ঘরবন্দি হয়ে পড়েছে।
হংকং, ম্যাকাও, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, জাপান, ইরান, পাকিস্তান, ইরাক ও ইতালির স্কুলগুলোও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এতে লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাদুর্ভাব আরো প্রকট হলে স্কুল বন্ধ করে দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য।
চীনের বাইরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়া। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৭৬ জন। সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ৩৫২৬ জন এবং মৃতের সংখ্যা ১৭ জন ছাড়িয়েছে। ইতালিতে বর্তমান আক্রান্তের সংখ্যা এক হাজার ১২৮ জন। এখানে মারা গেছেন ২৯ জন। দেশটিতে আক্রান্তের ১০ শতাংশই চিকিৎসা কর্মী। ইতালি থেকেই ইউরোপের বিভিন্ন দেশে এবং দক্ষিণ আমেরিকায় ভাইরাসটি ছড়িয়েছে।
সূত্র: আল জাজিরা, সিএনএন
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2wgvXhx
0 comments:
Post a Comment