
নিউজপ্রিন্ট-হার্ডবোর্ড মিল পরিদর্শনে শিল্পসচিব
নিজস্ব প্রতিবেদকশিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম খুলনা নিউজপ্রিন্ট ও খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড পরিদর্শন করেছেন।
রোববার তিনি খুলনায় এসব মিল পরিদর্শন করেন।
এসময় শিল্পসচিব হার্ডবোর্ড মিলের পরিত্যক্ত জমিতে ১৫ হাজার টন ধারণ ক্ষমতার সারের গোডাউন নির্মাণ ও রাসায়নিক শিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে খোঁজখবর নেন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনের সুযোগের সম্ভাব্যতা যাচাইয়ে জন্য কর্মকর্তাদের নিদের্শনা দেন।
এছাড়া তিনি প্রশাসনিক কার্যক্রম, বন্ধ মিলের যন্ত্রাংশ সংরক্ষণ ও সীমানা প্রাচীর নির্মাণ বিষয়েও নিদের্শনা দেন। পরিদর্শণ শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
খুলনা/নূরুজ্জামান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2I8WkbV
0 comments:
Post a Comment