
অধ্যক্ষের ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলা
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে মুখোশধারী কিছু দুর্বৃত্ত।
রোববার রাতে কলেজ মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান।
খন্দকার আমিনুর রহমান জানান, অধ্যক্ষ সাইফুল ইসলাম কলেজের কোয়ার্টারের বাসা থেকে নামাজ পড়ার জন্য কলেজ মসজিদে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে মুখোশধারী দুর্বৃত্তরা বস্তা দিয়ে তার মুখ ঢাকার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা পিটিয়ে তাকে গুরত্বর আহত করে।
পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার পলাশ মোল্লা জানান, ভর্তিকৃত রোগীর মুখ, পিঠসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
বাদল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2TtNE4T
0 comments:
Post a Comment