
‘সেই লিটন এখন আর নেই’
সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদকদুবাইয়ে ভারতের শক্তিশালী বোলিং নাড়িয়ে যে সেঞ্চুরি করেছিলেন লিটন তা মুগ্ধ হয়ে দেখেছে ক্রিকেট বিশ্ব। সেই সেঞ্চুরির পর আবার তিন অঙ্কের দেখা পেলেন লিটন। মাঝে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৯৪ রানের ইনিংস।
আজ তার ব্যাট থেকে আসল ১২৬ রানের ঝকঝকে ইনিংস। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ তোলে ৩২১ রান। জবাবে জিম্বাবুয়ে করে মাত্র ১৫২ রান।
লিটনের ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। যেকোনো বোলিং আক্রমণ বলেকয়ে এলোমেলো করে দিতে পারে। কিন্তু ধারাবাহিকতার অভাব। ইনিংস ভালোমতো শুরু করলেও পারেন না লম্বা করতে।
নিজ থেকেই অনুভব করেছেন নিজের প্রয়োজনীয়তা, দলের প্রয়োজনীয়তা। তাইতো নিজেকে পাল্টে নতুন মোড়কে নিয়ে আসছেন লিটন। নিজেই বললেন, ‘সেই লিটন এখন আর নেই।’
আগে কেমন ছিলেন আর এখন কেমন হয়েছেন? জানার আগ্রহ বাড়ছে নিশ্চয়ই? লিটন নিজ থেকেই খোলাসা করেছেন,‘আমি আগে নিজের খেলা দেখতাম না। এক বছর হলো, দেখি।’ পুরোনো খেলা দেখে কি আর শেখা যায়! আবার বললেন, ‘আমি নিজের খেলা রিভিউ করি। বুঝি যে আমার ব্যাটিংয়ে অনেক ভুল আছে। কোন ব্যাপারগুলো বদলানো যায়।’
আরেকটি পরিবর্তনও টের পেয়েছেন লিটন,‘কথা তো সবার সঙ্গেই বলতাম। হয়তো যারা বন্ধু, তারা বেশ বুঝত আমাকে। অপরিচিত লোকজনের সঙ্গে কথা কম বলি। যেটুকু প্রয়োজন, ততটাই বলি। পরিবর্তন বলতে, বিপিএলের সময়ও বলেছি যে পরিনয়ের আরেক ধাপ (বেড়েছে) …ক্রিকেট খেলা দেখলে অনেক সময় বোঝা যায়। আপনারাও বুঝবেন, যে লিটন দুই বছর আগে ছিল, সেই লিটন এখন আর নেই। আউট হব, রান করব, এসব ক্রিকেটের স্বাভাবিক বিষয়। কিন্তু খেলার যে ধরন, সেটা মনে হয় পরিবর্তন হয়েছে। আমি যেটা বুঝতে পারছি।’
ব্যাটিং ঘাটতি দূর করার পাশাপাশি কথাবার্তাতেও লিটনের পরিবর্তনের ছাপ স্পষ্ট। বিপিএলের সময় বলেছিলেন, গাঁটছাড়া বাঁধার পর জীবন পাল্টে গিয়েছে তার। বিয়ের পর হয়েছেন ম্যাচিউর। ব্যক্তিজীবনের সেই প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটে। ২২ গজে হয়েছেন গোছালো, নিয়ন্ত্রিত। তাতে হাসছে তার ব্যাট। বিয়ের পর প্রথম ওয়ানডে খেলতে নেমেই পেলেন সেঞ্চুরি। এবার শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।
সিলেট/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2TbhNXP
0 comments:
Post a Comment