
যুক্তরাষ্ট্রের সাহায্য প্রত্যাখ্যান করলো ইরান
নিউজ ডেস্ককরোনাভাইরাসের বিপক্ষে লড়তে ইরানকে সাহায্য করতে চেয়েছে যুক্তরাষ্ট্র।তবে তাদের সেই সাহায্য প্রত্যাখ্যান করেছে ইরান। পাশাপাশি চীনের এক কর্মকর্তার করা মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে করোনাভাইরাসকে মনুষ্য সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের সৃষ্টি বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
তিনি বলেছেন, ‘মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে একাধিকবার তারা আমাদের সাহায্যের প্রস্তাব দিয়েছে। এটা সত্যিই অদ্ভুত। কারণ, তারাই কুলিয়ে উঠতে পারছে না। আবার আমাদের সাহায্য করতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে এই ভাইরাস ছড়ানোর অভিযোগ রয়েছে। আমি ঠিক জানি না এটা সত্য কিনা। এমতবস্থায় সুস্থ মস্তিস্কের কেউ কি তাদের বিশ্বাস করবে? তাদের সাহায্য নিবে? তোমরা আমাদের ঔষুধ দিতে চাও। হয়তো সেই ঔষুধ দিয়ে ইরানে আরো ভাইরাস ছড়াতে চাও। অথবা করোনাভাইরাসকে ইরানে স্থায়ী করতে চাও।’ যোগ করেন তিনি।
৮০ বছর বয়সী এই ধর্মীয় নেতা মনে করছেন যুক্তরাষ্ট্র ইরানের মানুষের জীন নিয়ে গবেষণা করে আলাদাভাবে তাদের জন্য এই ভাইরাস (করোনাভাইরাস) তৈরি করেছে। সে কারণে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
চীন সরকারের মুখপাত্র লিজিয়ান জোহাও চলতি মাসের শুরুতে সামাজিট যোগাযোগ মাধ্যমে টুইটারে এক বার্তায় দাবি করেছিলেন মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উহানে ছড়িয়ে দিয়ে গেছে। তার দাবির পক্ষে এবার মত দিলেন আয়াতুল্লাহ খামেনি। যদিও এই দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/396BIMk
0 comments:
Post a Comment