
তরুণ ব্যবসায়ীর প্রশংসনীয় উদ্যোগ
হবিগঞ্জ প্রতিনিধিকরোনা পরিস্থিতিতে সুলভে পেঁয়াজ-লবণ বিক্রির উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক তরুণ ব্যবসায়ী।
তিনি ১১০ টাকার প্যাকেজে তিন কেজি পেঁয়াজ ও আধা কেজি করে লবণ দিচ্ছেন।
মো. সারোয়ার আল শাকিল নামের এই ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের সোনালী ব্যাংকের কাছে সুশৃঙ্খলভাবে এ পেঁয়াজ ও লবণ বিক্রি করছেন।
প্রথম দিনে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় হাজার ক্রেতার কাছে তিনি পেঁয়াজ-লবণের এই প্যাকেজ সরবরাহ করেন।
শাকিল জানান, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার এই দুইদিনও সকাল থেকে বিকেল পর্যন্ত এই প্যাকেজ সরবরাহ করবেন। এভাবে দুইদিনে তিনি আরো তিন হাজার ক্রেতাকে এই প্যাকেজ সরবরাহ করতে পারবেন।
তিনি বলেন, ‘বর্তমানে কঠিন সময় পার হচ্ছে। এ সময়ে লোকজনের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাই এ উদ্যোগ। লোকজন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।'
পেঁয়াজ নিতে আসা সুমন মিয়া নামের একজন ক্রেতা জানালেন, বাজারের চেয়ে এখান থেকে কমমূল্যে পেঁয়াজ কিনতে পেরেছেন। এমন উদ্যোগ ভাল লেগেছে তার।
মামুন/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2xZ3xt1
0 comments:
Post a Comment