
পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার সকালে শহরের লঞ্চঘাট ও রোববার রাতে সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।
নিহতরা হলেন— গোপালগঞ্জের মিয়াপাড়ার আব্দুল জলিলের স্ত্রী তকিমন্নেছা বেগম (৬০) ও কাশিয়ানীর ফলসি নিজামকান্দি গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ (৬)।
ওসি মনিরুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে হাঁটতে বের হন তকিমন্নেছা বেগম। এ সময় তিনি শহরের লঞ্চঘাটে পৌঁছালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হতে গেলে মাটি বোঝাই এক ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ট্রলি আটক করলেও চালক পলিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপূর গ্রামে মায়ের সঙ্গে মামা বাড়িতে বেড়াতে আসে সাজ্জাদ। সন্ধ্যায় মামা বাড়ির পাশের সড়ক পার হতে গেলে ব্যাটারি চালিত এক ইজিবাইক সাজ্জাদকে ধাক্কা দেয়।
এ সময় স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাজ্জাদ মারা যায়।
বাদল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2wmZu9m
0 comments:
Post a Comment