
আগুনে পুড়ে ১২ দোকান ছাই
নিজস্ব প্রতিবেদকগাজীপুরের কালিয়াকৈরের এক বাজারে আগুন লেগে ১২ দোকান পুরে গেছে।
রোববার দিবাগত রাতে সফিপুর বাজারে এ আগুন লাগে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম।
স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম এবং ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, রাত সোয়া ৩টার দিকে সফিপুর বাজারে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাজারের স্টেশনারি, হার্ডওয়ার, চাউল, কোকারিজ ইত্যাদি পণ্যের ১২ দোকান ও মালামাল পুড়ে যায়।
কবিরুল ইসলাম আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে।
গাজীপুর/হাসমত/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3agRHZa
0 comments:
Post a Comment