
ইতালিতে করোনায় মৃত বেড়ে ১৯৭
ইসমাইল হোসেন স্বপনভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে ১৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ২১টি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৩৬ জনে।
শুক্রবার ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, দেশটিতে করোনার আক্রমণে ৪৯ জনের মৃত্যু হয়েছে । নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৮ জন। সংশ্লিষ্টদের ধারণা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো বাড়বে।
এদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
কোভিড-১৯ প্রতিরোধে ইতালি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
ইতালিতে ৩০ দিনের জন্য জনসমাগম এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে এক থেকে দুই মিটার দূরে থাকতে হবে। ৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ইতালিতে প্রবাসী বাংলাদেশি কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি। তাদেরকে সর্বোচ্চ সর্তক হওয়ার অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। অতি জরুরি না হলে দেশে ভ্রমণ না করারও পরামর্শ দেন তিনি।
স্বপন/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/38wD2b9
0 comments:
Post a Comment