
ছবিতে রাজস্থানের নিমরত
আমিনুল ইসলাম শান্তবলিউড অভিনেত্রী নিমরত কৌর। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাম লেখান থিয়েটারে। সুনীল সানবাগের মতো নাট্যকারের নির্দেশনায় মঞ্চে কাজ করেন এই অভিনেত্রী। তারপর শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু, শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন নিমরত।
পরবর্তীতে নিমরত নাম লেখান বড় পর্দায়। শুরুতে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তারপর প্রধান চরিত্রে অভিনয়ের ডাক আসে। তার অভিনীত দুটি সিনেমা পরপর দুই বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
অভিনয় ক্যারিয়ারে ইরফান খান, অক্ষয় কুমারের মতো বলিউডের গুণী শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নিমরত। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি টিভি সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিমরত। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
রাজস্থানের পিলানিতে জন্মগ্রহণ করেন নিমরত কৌর। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় কেটেছে তার শৈশব-কৈশোর
দিল্লির শ্রী রাম কলেজ অব কমার্স থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন নিমরত
২০০৬ সালে হলিউডের ‘ওয়ান নাইট উইথ দ্যা কিং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি
২০১২ সালে ‘পেডলার্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন নিমরত
নিমরত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এয়ারলিফট’
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2POIwHJ
0 comments:
Post a Comment