
জুনিয়র-সিনিয়র দ্বন্দ্ব, কুপিয়ে আহত ৪
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালী সদরের অশ্বদিয়া ইউনিয়নে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একে অপরকে কুপিয়ে আহত হয়েছেন চারজন।
বুধবার (০৪মার্চ) রাতে ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের মাঠখোলার মনুর বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।
আহতরা হলেন— মো. জাবেদ, নিজাম উদ্দিন, মো. আকরাম ও আরমান হোসেন।
আহতরা প্রত্যেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াস ও আরমানের মধ্যে জুনিয়র সিনিয়র নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছিল। তারা দুইজন চাচাতো ভাই। বিকালে দুইজনের মধ্যে হাতাহাতি হয়।
এক পর্যায়ে পিয়াসের কয়েক বন্ধু রাতে আরমানের ঘরের সামনে গিয়ে তাদের দরজা-জানালায় ভাঙচুর করার চেষ্টা করেন। এতে আরমান ও তার ছোট ভাইসহ পরিবারের লোকজন ঘর থেকে বের হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে উভয় পক্ষের চারজন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে ঢাকায় রেফার করেন। একজনকে জেনারেল হাসপাতালে রেখে অস্ত্রপাচার করা হয়। আরমানকে বেসরকারি এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোনো পক্ষই এখনও পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুজন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2uQHT98
0 comments:
Post a Comment