
২ লাখ ৩০ হাজার টাকা ফেরত দিলেন সিএনজিচালক
মাহমুদুল হাসান মিলনসিএনজিচালিত অটোরিকশায় এক যাত্রী ভুল করে ২ লক্ষ ৩০ হাজার টাকা ফেলে রেখে যান। যাত্রীকে খুঁজে সেই টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবীণ অটোরিকশাচালক জয়নাল আবেদীন ওরফে জয়নাল পাগলা (৫৮)।
এদিকে হারানো টাকা ফিরে পেয়ে ওই যাত্রী খুশিতে সততার পুরস্কার হিসেবে জয়নালকে কিছু টাকা উপহার দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেনি।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ শহরে জুবলীঘাট এলাকায় এমনটি ঘটেছে। তবে বিষয়টি বৃহস্পতিবার রাতে জানাজানি হয়েছে। জয়নাল আবেদীন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা।
টাকা ফেরত পাওয়া যাত্রী গৌরীপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম। তিনি জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল কেনার জন্য অটোরিকশায় করে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকার একটি মোটরসাইকেলের শো-রুমে যান তিনি। সেসময় তার সঙ্গে গৌরীপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আতাউর রহমান ছিলেন।
গন্তব্যে পৌঁছে অটোরিকশা চালক জয়নালকে ভাড়া দিয়ে বিদায় করে দেন তিনি। এদিকে শো-রুমে মোটরসাইকেলের টাকা পরিশোধের সময় টের পান সঙ্গে নিয়ে আসা ২ লক্ষ ৩০ হাজার টাকা নেই। এ সময় তিনি হতাশ হয়ে পড়েন।
শফিকুল বলেন, ‘কিছুক্ষণ পর অটোচালক জয়নাল মোটরসাইকেলের শো-রুমে এসে তাকে খুঁজে বের করে টাকাগুলো ফেরত দিয়ে বলেন, ‘এ টাকাগুলো আপনারা অটোরিকশার সিটে ভুল করে ফেলে রেখে এসেছিলেন।’
অটো চালক জয়নাল আবেদীন বলেন, ‘দুই যাত্রীকে জুবলীঘাট এলাকায় নামিয়ে দিয়ে ব্রহ্মপুত্র নদের দিকে যাচ্ছিলাম। ব্রিজের কাছে পৌঁছাতেই অটোরিকশার পেছনের সিটের দিকে চোখ যায়। সেখানে টাকার বান্ডেল পড়ে থাকতে দেখি। অটোরিকশার দুই যাত্রী ভুল করে টাকাগুলো ফেলে গেছেন- বুঝতে পেরে জুবলীঘাট এলাকায় যেখানে তাদের নামিয়ে দিয়েছিলাম সেখানে যাই। মোটরসাইকেলের শো-রুমে দুই যাত্রীকে খুঁজে পেয়ে টাকাগুলো ফিরিয়ে দিই।’
জয়নাল দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও চার কন্যা নিয়ে অতিকষ্টে জীবিকা নির্বাহ করে আসছেন। তার জীবদ্দশায় সততা ও নীতির প্রশ্নে কোনো দিন মাথানত করেনি বলে জানান তিনি।
ময়মনসিংহ/মাহি/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2OA61n6
0 comments:
Post a Comment