
গ্রন্থমেলায় ‘ভাইবা বোর্ডের মুখোমুখি’
অনিক রহমানজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এম মুজাহিদ উদ্দীনের লেখা ‘ভাইবা বোর্ডের মুখোমুখি’ বইটি সম্প্রতি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।
ভাইবা বোর্ডে মুখোমুখি হওয়া ৩৩ জন বিসিএস ক্যাডারের বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটি রচনা ও সম্পাদনা করা হয়েছে।
বইতে বিসিএস ক্যাডারদের অভিজ্ঞতা ছাড়াও রয়েছে আলাদা দুটি অধ্যায়। এর একটিতে রয়েছে বঙ্গবন্ধুর সমগ্র জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ। পাঠকদের সুবিধার্থে সেগুলো প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে। অন্য অধ্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি ও দর্শনীয় স্থানের নানাবিধ বর্ণনা রয়েছে।
বইটি নিয়ে দারুণ আশাবাদী লেখক এম এম মুজাহিদ উদ্দীন। তিনি বলেন, ‘চাকরিপ্রার্থী, শিক্ষার্থীসহ, যেকোনো ধরনের সচেতন নাগরিকের এই বই কাজে লাগবে। সবার সুবিধার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরো জানান ইতিমধ্যেই বইটির প্রথম মুদ্রণ শেষ হয়েছে।
বইটি প্রকাশ করেছে স্টারলিং পাবলিকেশন্স এবং সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম।
অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের পারিজাত প্রকাশনীর ৩৫১-৩৫২ নং স্টলে।
উল্লেখ্য, এম এম মুজাহিদ উদ্দীন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একজন নিয়মিত ফিচার লেখক। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
জবি/মাহি
from Risingbd Bangla News https://ift.tt/31xZz5g
0 comments:
Post a Comment