
বিএনপিকে ঘুরে দাঁড়াতে শাজাহান খানের পরামর্শ
সংসদ প্রতিবেদকবিএনপির বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি পরামর্শ দেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি কোথায় এসে দাঁড়িয়েছে তা আজকে তা প্রমাণিত হয়েছে। মানুষ হত্যা, সন্ত্রাস, বাড়ি গাড়ি পুড়ানো, নারীদের যৌন নির্যাতন করে যারা ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা সেটা কখনো পারে না। যার প্রমাণ বার বার পেয়েছে তারা। ইতিহাস তাদেরকে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা থেকে কখনো শিক্ষা গ্রহণ করেনি।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, আপনারা (বিএনপি) যত অপরাধ করেছেন তার জন্য জনগণের কাছে ক্ষমা চান। প্রতিজ্ঞা করুন আর কোনোদিন এসব অপকর্ম করবেন না। জামায়াত- শিবির, রাজাকার, আলবদরদের অসৎ সঙ্গ ত্যাগ করেন। যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকার করুন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করুন। এসবের পর বাঙালি জাতি হিসাব করে দেখবে আপনাদেরকে ক্ষমা করা যায় কি যায় না?
ঢাকা/আসাদ/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2UlAEQT
0 comments:
Post a Comment