
কর্তৃপক্ষের উদাসীনতায় পরীক্ষা দিতে পারলো না ৫ শিক্ষার্থী
বাগেরহাট সংবাদদাতাকর্তৃপক্ষের উদাসীনতায় বাগেরহাটের মোংলার চৌরিডাঙ্গা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৫ শিক্ষার্থী চলমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
সোমবারে পরীক্ষা না দিতে পারায় চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ওই শিক্ষার্থীরা ও তাদের পরিবার।
শিক্ষার্থীরা হলেন- ওলিউল্লাহ, নিয়াজ মাখদুম, হাফিজুল ইসলাম, বুলবুল হাওলাদার, সুমাইয়া খাতুন।
শিক্ষার্থীরা জানান, অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় সুপার হুজুর ভুল করে মোরেলগঞ্জের ছাপড়াখালি দাখিল মাদরাসায় আমাদের রেজিস্ট্রেশন করিয়েছেন। এমনকি আমাদের ফরম ফিলআপের জন্য টাকা নিলেও তিনি ফরম ফিলআপ করাননি। শিক্ষকদের ভুলে আমরা যে বিপদে পড়লাম তার সুষ্ঠ সমাধান চাই।
মাদরাসা সুপার শেখ জালাল উদ্দিন জানান, মাদরাসার ২২ শিক্ষার্থীর মধ্যে কারও প্রবেশপত্র না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। বোর্ডে যোগযোগ করে পরীক্ষার আগেরদিন রোববার রাতে ১৭ জনের প্রবেশপত্র হাতে পাই। তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
অন্য পাঁচ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন মোরেলগঞ্জ উপজেলার ছাপড়াখালি দাখিল মাদরাসায় হওয়ায় তাদের প্রবেশপত্র পাওয়া যায়নি। যার ফলে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। এটি আমাদের কোন ভুল নয়, বোর্ড কর্তৃপক্ষের ভুলের কারণে অন্য মাদরাসায় রেজিস্ট্রেশন হয়েছে।
টুটুল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2Oo6Bo7
0 comments:
Post a Comment