
ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক
জয়পুরহাট সংবাদদাতাজয়পুরহাটে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে পাঁচবিবির পাঁচমাথায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান হাসান নামে ওই যুবককে আটক করা হয়।
আটক মাস্তাফিজুর রহমান হাসান পাঁচবিবির দমদমা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, ভুয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য মোস্তাফিজুর রহমান হাসান মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ।
সে ভুয়া তথ্য দিয়ে মোস্তাফিজুর রহমান এবং মিষ্টি আক্তার নামে দুইটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এই ফেসবুক আইডি এবং মেসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দেয়ার কথা বলে বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালায়।
ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে বিকাশ একাউন্টের মাধ্যেমে অনেক টাকা হাতিয়ে নেয় এই মোস্তাফিজুর রহমান হাসান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
শামীম/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/374jpWW
0 comments:
Post a Comment