
কৃষককে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে কলাই শাক তোলাকে কেন্দ্র করে ইসরাফিল মোল্লা (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল গোবরা নিলামাঠ এলাকার রোকন আলী মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ইসরাফিল মোল্লা্র ছয় বছর বয়সের কন্যা কলাই শাক তুলতে গেলে জমির মালিক হোসেন মোল্লা ও তার দুই ছেলে ফয়সাল ও মিশাদ মারধর করেন। বিষয়টি ইসরাফিল মোল্লা শুনতে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি মনিরুল ইসলাম জানান।
বাদল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2SkSIIp
0 comments:
Post a Comment