
কল্যাণের নায়িকা সামান্থা নাকি পূজা?
বিনোদন ডেস্কতেলেগু সিনেমার অভিনেতা পবন কল্যাণ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকারস নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পবন।
হরিশ শঙ্কর পরিচালিত এ সিনেমায় পবনের বিপরীতে সামান্থা কিংবা পূজা হেগড়ে অভিনয় করতে পারেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন, ‘সিনেমাটিতে পবনের বিপরীতে সামান্থা আক্কিনেনি কিংবা পূজা হেগড়েকে নেওয়ার কথা ভাবছেন পরিচালক হরিশ। তবে পবনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।’
সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছে নির্মাতারা। খুব দ্রুত কাজ এগিয়ে চলেছে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
বলিউডের ‘পিঙ্ক’ সিনেমার রিমেক হচ্ছে তেলেগু ভাষায়। এতে অভিনয় করছেন পবন। বর্তমানে এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এছাড়া ‘পিএসপিকে২৭’ ও ‘পিএসপিকে২৮’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।
সামান্থা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘মনমধুড়ু টু’। নাগার্জুনা আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওয়ের ব্যানারে নির্মিত এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। রাহুল রবীন্দ্র পরিচালিত এ সিনেমা গত ৯ আগস্ট মুক্তি পায়। অন্যদিকে তেলেগু ভাষার ‘৯৬’ সিনেমাটি ‘জানু’ নামে রিমেক হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। খুব শিগগির মুক্তি পাবে এটি।
অন্যদিকে পূজা হেগড়ে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আরো অভিনয় করেছেন—টাবু, নিবেতা পেথুরাজ, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন ত্রিবিক্রম। এছাড়া ‘জান’ নামে একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/36MC6OU
0 comments:
Post a Comment