বিনোদন ডেস্ক : সালমানের বোন সুয়েতা রোহিরা ও পুলকিত সম্রাটের বিবাহ-বিচ্ছেদ নিয়ে বলিউড অনেকদিন ধরেই মুখরিত। বিচ্ছেদের পেছনের কারণ সামনা সামনি কেউ প্রথমে না জানালেও, এখন সুয়েতা নিজ থেকে এসে ইয়ামির উপর দোষ চাপিয়ে দিচ্ছেন।
তিনি বলেন, ‘হ্যাঁ, ইয়ামি আমার সংসার ভেঙ্গেছে। আমি অবশেষে সবার সামনে হাজির হলাম, অনেক মানুষ মিথ্যা বলে না। আমাদের মাঝে সবকিছুই ঠিক ছিল, কিন্তু তৃতীয় একজনের আগমনের পর সব শেষ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি পুলকিত সম্রাটের সাবেক স্ত্রী হিসেবে পরিচিতি পেতে পাই না। আমি সুয়েতা হয়েই সবার সামনে আসতে চাই। আমি আমাদের বিচ্ছেদ নিয়ে খুশি। কখনও কোন অভিযোগও করি নি। কিন্তু পুলকিত নিজে থেকে আমাকে মুখ খুলতে বাধ্য করলেন। আমি ডিভোর্স চেয়েছি কিন্তু সে ব্যস্ত থাকার বাহানা দিয়ে সব এড়িয়ে চলছে। এতো ব্যস্ত থাকলে সে তো আইনজীবী দিয়ে এই কাজ করাতে পারতেন।’
তিনি আরও জানান, ৫ বছর আগেই তাদের বিবাহ হয়েছিল। কিন্তু বিবাহের অনুষ্ঠান করা হয় ২০১৪ সালে!
সবকিছু ঠিকঠাক চলছিল তাদের মাঝে, কিন্তু হঠাৎ করে বদলে যান পুলকিত। তিনি নিজেই সুয়েতাকে বলেন, এই সম্পর্ক আর গড়ান সম্ভব না। তিনি কোন কথা শুনতেও রাজি ছিলেন না। তাই সুয়েতাও আর কিছুতে না করেনি। বিবাহ-বিচ্ছেদ করা ছাড়া আর কোন উপায় নেই তাদের।
0 comments:
Post a Comment